বিনোদন প্রতিবেদক

  ১২ নভেম্বর, ২০২৪

‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র’

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত রবিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

এদিকে গতকাল সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন উপদেষ্টা ও নির্মাতা ফারুকী। যেখানে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকী।

ভিডিওর সঙ্গে মিল রেখে নির্মাতা ক্যাপশনে লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে, আমরা ততবার ততোধিক উচ্চ স্বরে স্মরণ করিয়ে দেব।’ ফারুকীর কথায়, ‘কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে।’

এর আগে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতা শপথগ্রহণের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

এ সময় মোস্তফা সরয়ার ফারুকী সবার উদ্দেশে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার দুটি কারণ তুলে ধরেন এবং কাজের মাধ্যমে দেশের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close