বিনোদন ডেস্ক
গ্র্যামির মনোনয়নে জয়জয়কার নারী শিল্পীদের
ঘোষণা করা হয়েছে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৫’ সালের মনোনয়ন তালিকা। আর এ বছরও গ্র্যামির মনোনয়নে জয়জয়কার নারী শিল্পীদের। নারী শিল্পীদের নেতৃত্ব দিলেন পপ সম্রাজ্ঞী বিয়ন্সে। এ বছর নিজের অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেলেন এই গায়িকা, যা গ্র্যামির ইতিহাসে রেকর্ড। এ ছাড়া সর্বোচ্চ ৯৯টি গ্র্যামি মনোনয়ন পেয়ে গ্র্যামির ইতিহাসে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড নিজের দখলে পাকাপোক্ত করে নিলেন বিয়ন্সে।
প্রধান বিভাগগুলোর মনোনয়ন-
রেকর্ড অব দ্য ইয়ার
‘টেক্সাস হোল্ড ‘এম’- বিয়ন্সে
‘ফোর্টনাইট’- টেলর সুইফট ও পোস্ট ম্যালোন
‘গুড লাক, বেব!’- চ্যাপেল রোন
‘বার্ডস অফ এ ফেদার’- বিলি আইলিশ
‘এসপ্রেসো’- সাবরিনা কারপেন্টার
অ্যালবাম অব দ্য ইয়ার-
‘কাউবয় কার্টার’- বিয়ন্সে
‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’- টেলর সুইফট
‘শর্ট এন’ সুইট’- সাবরিনা কারপেন্টার
‘হিট মি হার্ড অ্যান্ড সফট’- বিলি আইলিশ
‘দ্য রাইজ অ্যান্ড ফল অব এ মিডওয়েস্ট প্রিন্সেস’- চ্যাপেল রোন
সং অফ দ্য ইয়ার-
‘টেক্সাস হোল্ড ‘এম’- বিয়ন্সে
‘বার্ডস অব এ ফেদার’- বিলি আইলিশ
‘ডাই উইথ এ স্মাইল’- লেডি গাগা ও ব্রুনো মার্স
‘ফোর্টনাইট’- টেলর সুইফট ও পোস্ট ম্যালোন
‘গুড লাক, বেব!’- চ্যাপেল রোন
‘প্লিজ প্লিজ প্লিজ’- সাবরিনা কারপেন্টার
অন্যান্য উল্লেখযোগ্য মনোনয়ন-
বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে সাবরিনা কারপেন্টার, চ্যাপেল রোন, রে এবং আরো কয়েকজন শিল্পী মনোনীত হয়েছেন।
এ বছরের গ্র্যামি মনোনয়নে নারীদের আধিপত্য বিশেষভাবে লক্ষণীয়। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘রেকর্ড অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীত ৮টির মধ্যে ৬টি স্লটই নারীদের দখলে, যা ইঙ্গিত দেয়, সংগীতজগতে নারীদের ভূমিকা ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর গ্র্যামির মঞ্চেও নারীরা হয়ে উঠছেন অপ্রতিরোধ্য।
"