বিনোদন ডেস্ক

  ১০ নভেম্বর, ২০২৪

নানা হচ্ছেন সুনীল শেঠি

বলিউড অভিনেতা সুনীল শেঠি নানা হতে চলেছেন। ২০২৩ সালে ক্রিকেট তারকা কে এল রাহুল ও সুনীলকন্যা অভিনেত্রী আথিয়া শেঠি সাতপাকে বাঁধা পড়েন। সম্প্রতি জীবনের এই বিশেষ সুখকর খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি এ দম্পতি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা হওয়ার সুখবর নিজেই পোস্ট করেছেন আথিয়া শেঠি। সেখানে তিনি জানান, আগামী বছরেই তাদের ঘরে আসবে সন্তান।

ক্যাপশনে লিখেছেন, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫।’

এই সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বণী কাপুর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা।

চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এই খবরে কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা। মাস কয়েক আগে একটি রিয়েলিটি শোর মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল বলেছিলেন, ‘পরের সিজনে যখন আসব, তখন আমি নানার মতো হেঁটে দেখাব।’ ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close