বিনোদন প্রতিবেদক
সচেতনতামূলক কার্যক্রমে দীপা
অভিনয় জীবনের চলার পথে অভিনয়শিল্পীরা মাঝে মাঝে কাজে বিরতি নিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনো বিরতি নেননি, সেটা হোক বিয়ের পর কিংবা সন্তান হওয়ার পর। যতটুকু সময় সংসারের প্রয়োজনে কিছুদিন বিরত থাকতে হয়, ঠিক ততটুকু সময়ই তিনি নিজেকে অভিনয় থেকে একটু দূরে রেখেছিলেন। নিয়মিত কাজে থাকার মধ্য দিয়েই তিনি অভিনয় করে গেছেন। আর এভাবেই দেখতে দেখতে অভিনয় জীবনের রজতজয়ন্তী সময় পার করেছেন দীপা খন্দকার। এখনো তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমায় অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। চার বছর ধরে নাগরিক টিভিতে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে গেল সপ্তাহে বিটিভিতে প্রচারিত হলো তার অভিনীত খন্ডনাটক ‘বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাপড়ি’। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে দীপার সঙ্গে আরো অভিনয় করেছেন মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ। নাটকের গল্প মূলত তাকেই কেন্দ্র করে। নাটকটিতে অভিনয়ের পর বেশ ভালো সাড়া পেয়েছেন দীপা খন্দকার।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী।
দীপা খন্দকার বলেন, ‘আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তার পরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটাই যে, দ্রুত আমাদের মিডিয়ায় কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে বসে সময় পার করছেন। এ সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটাই চাওয়া। আর একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লেগেছে এ ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিণী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি।’ অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। এদিকে দীপা খন্দকার আবুল হায়াতের গ্রন্থ ‘রবির পথ’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন।
"