বিনোদন প্রতিবেদক

  ১০ নভেম্বর, ২০২৪

এটিএন বাংলায় ‘হাউস হাজবেন্ড’

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প।

আজ থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে, গ্রামটা জামাইদের। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে ঘরজামাই খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামের নিয়মই হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে ঘরজামাই রাখা। বিয়ের পর ঘরজামাই থাকতে হবে এমন শর্ত দিয়েই পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেয় এই গ্রামের কনেপক্ষের অভিভাবকরা। যুগের পর যুগ এ নিয়মেই চলছে এই গ্রামে। দেশ ডিজিটাল হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় জীবন পরিবর্তন হচ্ছে অথচ এই গ্রামের মানুষের মধ্যে নেই কোনো পরিবর্তন। বিয়ের পর বাবা-মায়ের সংসার ছেড়ে স্বামীর বাড়িতে গিয়ে মেয়েদের সংসার শুরু করতে হয় এটা জগতেরই নিয়ম কিন্তু, এ গ্রামের নিয়ম উল্টা।

মেয়েরা নয় বরং ছেলেরা বিয়ের পর বাবা-মায়ের সংসার ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঘরজামাই থেকে সংসার শুরু করে। বিভিন্ন জেলার জামাই বাস করে এই গ্রামে। তাই এই গ্রামে দ্বন্দ্ব-সংঘাত আর পারিবারিক জীবনে অশান্তি বেশি। হাস্যরসাত্মক আর পারিবারিক দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প। নতুন ধারাবাহিক প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘পারিবারিক আবহে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। তবে বিনোদনের পাশাপাশি গল্পে বার্তা রয়েছে। আশা করি, সব শ্রেণির দর্শকদের ধারাবাহিকটি ভালো লাগবে।’

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুবর্ণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল, আহমেদ সাজু, সুবর্ণা প্রমি, মাহাবুব আল রশিদ, শফিউল আলম বাবু, হানিফ পালোয়ান, শেখ চাঁদনী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close