বিনোদন প্রতিবেদক

  ০৯ নভেম্বর, ২০২৪

আড়াল থেকে প্রকাশ্যে আসছেন রুনা খান

এক সময়ের ব্যস্ত অভিনেত্রী রুনা খান। কয়েক বছর আগেই ওজন কমিয়ে নিজেকে বেশ খোলামেলাভাবেই উপস্থাপন করেন। তাতে নেটিজেনদের কাছে কটাক্ষেরও শিকার হন। নানা তীর্যক মন্তব্যে গত বছরের জুলাই থেকেই আড়ালে চলে যান তিনি। খুব একটা কাজ করতে দেখা যায়নি তাকে। মাঝে কিছু অনুষ্ঠানে দেখা গেলেও সেখানে তার পোশাক নিয়েও সমালোচনা ওঠে। অবশ্য এর কড়া জবাবও দিয়েছে অভিনেত্রী।

তবে এবার আড়াল থেকে প্রকাশ্যে আসছেন। একাধিক ফটোশুট ও ওয়েব কনটেন্টের পাশাপাশি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান এ অভিনেত্রী। ‘লীলা মন্থন’ নামে একটি সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেন জাহিদ হোসেন। শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছেন, এমন খবর প্রায়ই আমরা শুনি। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনা নিয়ে এ সিনেমার গল্প। বাচ্চাগুলো কেন বিক্রি হচ্ছে, বিক্রির পর কোথায় যাচ্ছে, কারা ভুক্তভোগী বা এ চক্রের সঙ্গেই কারা জড়িত-এসব বিষয়ের সঙ্গে মানবিক সম্পর্কের কথাও উঠে আসবে এ সিনেমায়।’

তিনি আরো বলেন, “নতুন সিনেমায় যুক্ত হওয়ার আগে, প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা।” শিগগির এর শুটিং শুরু করবেন। আগামী ডিসেম্বরেই এর দৃশ্যধারণের কাজ শেষ করতে চান তিনি। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার।

এদিকে একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান এ অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘বক’, ও ‘দাফন’ নামে দুটি সিনেমা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close