বিনোদন ডেস্ক
আটকে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক
বিশ্বখ্যাত পপতারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক সিনেমা ‘মাইকেল’ মুক্তি পাওয়ার কথা ছিল আসছে বছরে। তারিখটি ছিল এপ্রিলের ১৮। তবে এই তারিখে সিনেমাটির মুক্তি আটকে গেল। বদলে যাওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘মাইকেল’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসবেন আগামী বছরের ৩ অক্টোবর। প্রায় ৬ মাস পিছিয়েছে মুক্তির তারিখ।
ছবিটিতে মাইকেল জ্যাকসন চরিত্রে অভিনয় করছেন জাফার জ্যাকসন, যিনি মাইকেলের আপন ভাগনে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার এবং কোলম্যান ডমিঙ্গো। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ন ফুকুয়া এবং এর চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজক হিসেবে আছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা এবং জন ম্যাকক্লেইন।
ফুকুয়া সম্প্রতি সান দিয়েগো কমিক-কন এ সিনেমার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং জানান, তিনি সিনেমাটি সম্পাদনা করছেন। তিনি বলেন, ‘মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তার মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই। আমি খুবই উত্তেজিত।’
মাইকেল সিনেমাটি ৩০টি মাইকেল জ্যাকসনের গান অন্তর্ভুক্ত করবে এবং এর দৈর্ঘ্যও দীর্ঘ হবে। পরিচালক চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরি পর্দায় তুলে ধরতে।
আমেরিকান চলচ্চিত্র এবং টেলিভিশন প্রযোজনা এবং বিতরণ কোম্পানি লাইন্স গেট ‘মাইকেল’ তৈরি ও প্রচার-প্রদর্শনীর সঙ্গে যুক্ত। তাদের পক্ষ থেকেই ছবি মুক্তির নতুন তারিখ জানানো হয়েছে।
"