বিনোদন প্রতিবেদক
সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না, বললেন বাঁধন
দেশের অন্যতম অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। এরপর নিজের কাজগুলো দিয়ে দর্শকের মস্তিষ্কে নাড়া দিয়েছেন তিনি। তবে পেশাগত জীবনে প্রশংসা ও সম্মান পেলেও ব্যক্তিগত জীবনে এখনো খুঁজে পাননি জীবনসঙ্গী। তবে বছর দেড়েক ধরে ভাবছেন বিষয়টি নিয়ে। কেননা অভিনেত্রীর মনে করছেন সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।
বিয়ে নিয়ে ভাবার কারণ হিসেবে বলেন, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আমি আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট। বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো ওই রকম কিছু হয় নেই যে পথচলায় সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি কখনো। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা আসছে, সবাই বাধা হিসেবেই আসছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে। মুক্তির অপেক্ষায় আছে বাঁধনের ছবি ‘এশা মার্ডার : কর্মফল’। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।
"