বিনোদন প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০২৪

আজ মধুপুরে গাইবেন সোহেল-মৌসুমী

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সোহেল মেহেদী। তার নতুন মৌলিক গান ‘কোথায় আছো ময়না’ এর মধ্যে নতুন একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন মো. তকবির হোসাইন, সুর-সংগীত করেছেন আলমীন খান। গানটির জন্য সোহেল মেহেদী বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন। আরো জানালেন প্রায় দুই দশক পর টাঙ্গাইলের মধুপুরে আজ সংগীত পরিবেশন করতে যাচ্ছেন তিনি। মধুপুরের জটাবাড়ীর (ফাজিলপুর) ‘আজাদ স্পোর্টিং ক্লাব খেলার মাঠ’-এ সোহেল মেহেদী আগত অতিথি দর্শককে গানে গানে মুগ্ধ করার চেষ্টা করবেন। তার সঙ্গে আরো সংগীত পরিবেশন করবেন আয়েশা মৌসুমী। সোহেল মেহেদী বলেন, ‘যতদূর মনে পড়ে আজ থেকে ২২/২৩ বছর আগে প্রথম মধুপুরে একটি শোতে সংঘীত পরিবেশন করতে গিয়েছিলাম। এরপর আরো একবার গিয়েছিলাম। সেখানে আমার নিজস্ব সার্কেল আছে। তো দীর্ঘদিন পর মধুপুরে গান গাইবার জন্য যাচ্ছি, বেশ ভালো লাগছে। আশা করছি, মধুপুরবাসীর সঙ্গে দেখা হবে, গানে গল্পে আড্ডা হবে। ধন্যবাদ আয়োজকদের, যারা আমাদের এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করেছেন।’

আয়েশা মৌসুমী বলেন, ‘এবারই প্রথম মধুপুরে কোনো শোতে গান গাইতে যাচ্ছি আমি। আনারসের এলাকার গল্প শুনেছি অনেক। আবার এই এলাকায় নাকি আমার প্রিয় নায়ক সালমান শাহ অভিনীত আনন্দ অশ্রু সিনেমারও শুটিং হয়েছে। তো, ভালো লাগছে মধুপুরে শো করতে যাচ্ছি। সঙ্গে সোহেল মেহেদী ভাইও আছেন। আশা করছি, শ্রোতা-দর্শকের মনের মতো একটি শো হতে যাচ্ছে।’

এদিকে সোহেল মেহেদী গতকালও রাজধানীতে একটি শোতে পারফর্ম করেন। আয়েশা মৌসুমী আগামী ১৪ নভেম্বর বনানী ক্লাবে ও এটিএন বাংলায়, ২০ নভেম্বর বাংলাভিশনে এবং ২৪ নভেম্বর মিরপুরে পুলিশ কনভেনসন সেন্টারে সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া শিগগিরই তার নতুন দুটি মৌলিক গানও প্রকাশ পেতে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close