বিনোদন প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০২৪

শিল্পকলায় গাইবেন র‌্যাপার হান্নান

ছাত্র-জনতার আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছিলেন দেশের সংগীতশিল্পীরা। তাদের মধ্যে শীর্ষে আছেন হান্নান হোসাইন শিমুল ওরফে র‌্যাপার হান্নান। জুলাই-আগস্টে ছাত্রদের ওপর আক্রমণের প্রতিবাদে ‘আওয়াজ উডা’ নামের একটি গান বেঁধে আলোচনায় আসেন তিনি, গ্রেপ্তারও হয়েছিলেন। এই র‌্যাপার এবার গাইবেন শিল্পকলা একাডেমির মঞ্চে। জানা গেছে, আজ শুক্রবার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উডা’। এখানেই পারফর্ম করবেন র‌্যাপার হান্নান, ব্যান্ড ‘এফ মাইনর’সহ অনেকে।

শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে ‘আওয়াজ উডা’ গান গেয়েছিলেন র‌্যাপার হান্নান হোসাইন। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। নেওয়া হয় দুদিনের রিমান্ডে। সরকার পতনের পর গত ৬ আগস্ট বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close