বিনোদন প্রতিবেদক
সঞ্জিত সরকারের নাটকে যুক্ত হলেন তানভীর
আরটিভিতে প্রচার চলতি ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিকে শেষ প্রান্তে এসে যুক্ত হলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া এই নাটকের প্রচারের শুরু থেকেই ছিলেন ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলামসহ আরো অনেকে। এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে এই শিল্পীদের নিয়েই শুটিং করছিলেন সঞ্জিত সরকার। উল্লিখিত চারজন শিল্পীর সঙ্গে নাটকটির একেবারে শেষ প্রান্তে এসে যুক্ত হয়েছেন তানভীর। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করে তানভীরও বেশ উচ্ছ্বসিত।
পরিচালক সঞ্জিত সরকার বলেন, ‘তানভীর এবারই প্রথম আমার নির্দেশনায় কোনো নাটকে কাজ করেছে। এত দিন আমাদের নানা কারণে সমন্বয় হয়নি বলে কাজ করা হয়ে ওঠেনি। তার অভিনয়ে আমি সন্তুষ্ট। নীরব নামক চরিত্রে তানভীর বেশ ভালো অভিনয় করেছে। আশা করছি, তার পর্বগুলো প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডা. এজাজুল ইসলাম বলেন, ‘এরই ধারাবাহিকের শুরু থেকেই আমি অভিনয় করছি। এরই মধ্যে ধারাবাহিকটির পাঁচশতম পর্ব প্রচার সম্পন্ন হয়েছে। সত্যি বলতে কী সঞ্জিতদা একজন নাট্যকার হিসেবে যেমন বেশ বিচক্ষণ, সমাজের নানা সমস্যা তার নাটকে তুলে ধরার পাশাপাশি তা সমাধানের পথও দেখিয়ে দেন। অনুরূপভাবে একজন নির্মাতা হিসেবেও তিনি ভীষণ গুণী একজন নির্মাতা। আর মানুষ হিসেবে তিনি অনন্য। আমার এই দীর্ঘদিনের অভিনয় জীবনের পথচলায় এত ভালো মনের মানুষ আমি খুব কমই দেখেছি। তার সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে।’
মৌ বলেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি আমরা। মনে হয় যেন একই পরিবারের আমরা। সঞ্জিত দাদা আমাদের একই সুতোয় গেঁথে রেখেছেন। তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল।’ তানভীর বলেন, ‘সঞ্জিত দাদার নির্দেশনায় কাজ করার ইচ্ছে ছিল, কাজ করে খুব ভালো লাগল। কৃতজ্ঞতা দাদার প্রতি। আগামীতে আশা করছি একসঙ্গে আরো কাজ হবে।’
সঞ্জিত সরকার জানান, প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে নাটকটি প্রচার হয়। আজ নাটকটির ৫২৯তম পর্ব প্রচার হবে।
"