বিনোদন ডেস্ক
আবারও এক হচ্ছেন ডেডপুল ও উলভেরিন
উলভেরিন তারকা হিউ জ্যাকম্যান আবারও ‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ডসের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। নতুন একটি সিনেমায় তারা এক হচ্ছেন। এর নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন শন লেভি। সম্প্রতি ‘ভ্যারাইটি অ্যাওয়ার্ড সার্কিট পডকাস্ট’-এ একটি সাক্ষাৎকারে, রেনল্ডস জানিয়েছেন, তিনি একটি সিনেমার গল্প লেখা শুরু করেছেন, যা এই ত্রয়ীকে একত্র করবে এবং এটি সম্পূর্ণভাবে মার্ভেল ইউনিভার্সের বাইরে থাকবে। প্লটের বিস্তারিত এখনো গোপন রাখা হলেও রেনল্ডস এটি সম্পর্কে বলেন, ‘ছবিটি একেবারে নতুন গল্প বলবে। এটি অপ্রত্যাশিত একটি জার্নি হতে যাচ্ছে আমাদের তিনজনের জন্য।’
এটি লেভির সঙ্গে রেনল্ডসের তৃতীয় কাজ। এর আগে লেভির পরিচালনায় ‘ডেডপুল ৩’, ‘ফ্রি গাই’ (২০২১), এবং ‘দ্য অ্যাডাম প্রোজেক্ট’ (২০২২) ছবিগুলোয় কাজ করেছেন তিনি। এই কাজগুলো ইতিমধ্যে বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছে। বিশেষ করে ‘ডেডপুল ৩’ বিশ্বব্যাপী ৬৩৬ মিলিয়ন ডলার আয় করেছে। রেনল্ডস, জ্যাকম্যান এবং লেভির নতুন সিনেমাটিও বড় সাফল্য নিয়ে আসবে বলে ধারণা করা যায়। তাদের ভক্তরা নামহীন প্রকল্পটির বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই আশা করছেন, এটি তাদের আগের কাজের ম্যাজিককেও ধরে রাখবে।
"