বিনোদন প্রতিবেদক
বিজয়ের মাসে দিঠির নতুন গান
উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। মূলত ছেলের ভর্তির কাজের পাশাপাশি সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন দিঠি। এরই মধ্যে মধ্যে তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকালই বিটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দিঠি। পাশাপাশি তার বাবারই লেখা পাঁচটি নতুন মৌলিক গান প্রকাশ নিয়ে নানা ধরনের কাজে ব্যস্ত।
দিঠি জানান, আগামী ডিসেম্বরে অর্থাৎ বিজয়ের মাসে প্রথম তার বাবার লেখা একটি দেশাত্মবোধক গান প্রকাশ পাবে। যার সুর-সংগীত করেছেন অপু আমান। এরপর ভালোবাসা দিবসে তার বাবার লেখা দিঠি ও অপু আমানের দ্বৈত গান প্রকাশ পাবে। অপু আমানের সুর করা আরো একটি গান প্রকাশ পাবে। অর্থাৎ দিঠির বাবার লেখা তিনটি গানের সুর-সংগীত করেছেন অপু আমান। আর বাকি দুটি গানের সুর-সংগীত করেছেন সজল দাস (সুবল দাসের ছেলে) ও মোমিন বিশ্বাস। দিঠি বলেন, ‘আব্বুর গানগুলো নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আমাদের। আব্বুর নামে একটি ইউটিউব চ্যানেলে হবে। সেখানেই গানগুলো প্রকাশ পাবে। বিজয়ের মাসে যে গানটি প্রকাশ পাবে, শিগগিরই সেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। গানটির পুরো কাজ শেষ। আমি আব্বুর এই দেশের গানটি নিয়েও আশাবাদী। আর অপুসহ বাকি যে দুজন গানের সুর-সংগীত করেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। কারণ সবাই মন দিয়ে কাজ করেছেন। এটাও সত্যি, আমার আব্বুর গান সুর করতে পারাটাও ভালো লাগার এবং গর্বের বিষয়।’
এদিকে দিঠি আজ গ্লোবাল টিভিতে সরাসরি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। দিঠি সর্বশেষ ‘ফোবানা সম্মেলন’-এও সংগীত পরিবেশন করেছেন।
"