বিনোদন প্রতিবেদক

  ০৭ নভেম্বর, ২০২৪

এনটিভিতে ধারাবাহিক ‘ফাউল’

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘ফাউল’। এটি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। আল-আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, সাদ্দাম মাল, হান্নান শেলি, জারা জয়া, সাইকা আহমেদ, জাবেদ গাজী, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশা, সুজিত বিশ্বাস, খান রশ্মি, পলাশ, বিভান বাদল, বাঁশরী, বিজয়, রাজিব প্রমুখ। ধারাবাহিকটির গল্পে দেখা যাবে- ‘সুজনকাঠী গ্রামের তালুকদার বাড়ির একমাত্র জামাই মনির হোসেন প্রবাস থেকে দেশে ফিরেছে। নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শ্বশুরবাড়িতে আসায় মনির হোসেনের শ্বশুর আদম আলী তালুকদার জামাইয়ের ওপর বিরক্ত। কারণ তিনি চান না তার মেয়ের জামাই এই বাড়িতে থাকুক। কিন্তু মনির শ্বশুরবাড়িতে থেকে একের পর এক উদ্ভট কর্মকাণ্ড ঘটিয়ে চলে। প্রথমেই এলাকার ছেলেদের সঙ্গে মাছ চুরি করতে গিয়ে চুরির দায়ে জরিমানা দেয়। চুড়ির দায় এড়িয়ে নিজেকে জ্ঞানী হিসেবে প্রমাণ করার জন্য এলাকার চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। মাসুদ এবং মনিরের নেতৃত্বে পুরো গ্রামে ঘুরে ঘুরে নারী ফুটবলার জোগাড় করা হয়। এলাকার মানুষ যখন ফুটবল খেলার দিকে ঝুঁকে আছে, তখন এলাকার বর্তমান চেয়ারম্যান সৈয়দা মায়ার বাড়িতে আশ্রয় নেয় কুখ্যাত খুনি সালমান। দেখতে দেখতে একদিন গ্রামে ইলেকশন চলে আসে। ইলেকশনে মায়া চেয়ারম্যানের প্রতিপক্ষ হিসেবে মাসুদকে দাঁড় করানো হয়। আশ্চর্যজনকভাবে মায়া চেয়ারম্যান মাসুদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়। মায়া চেয়ারম্যান হেরে যাওয়ার দিনই গ্রামে একটি খুন হয়। ঘটনা অন্যদিকে মোড় নেয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close