বিনোদন ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০২৪

বড় আয়ের আভাস দিল পুষ্পা টু

ভারতীয় তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা’ ২০২১ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করে বিশ্ব জুড়ে আলোচনায় আসেন সুকুমার। ছবির প্রধান ?দুটি চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মন্দানা। ছবিটির সম্পূর্ণ নাম ‘পুষ্পা : দ্য রাইজ’। অ্যাকশন-ড্রামা ধাঁচের ছবিটি গাছের চোরাকারবারি ব্যবসা নিয়ে গল্পে গড়ে ওঠে। সিনেমার জনপ্রিয় গান ?‘?তুমি রে’ এবং ‘শ্রীভল্লি’ সংগীতের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘পুষ্পা : দ্য রাইজ’ বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে। সেই রেশ নিয়ে এবার আসছে দ্বিতীয় পর্ব। ‘পুষ্পা ২ : দ্য রুল’ নাম নিয়ে আবারও হাজির হবেন আল্লু ও রাশমিকা জুটি।

এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল ছবিটি। তবে তারিখ পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়েছে। সেখান থেকে আবার মুক্তির তারিখ এক দিন এগিয়ে আনা হয়। সে হিসেবে আগামী ৫ ডিসেম্বর বক্স অফিসে উঠবে পুষ্পা-ঝড়। এক মাস আগে থেকেই পুষ্পা-ঝড়ের আওয়াজ বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। এবার হাজার কোটি রুপির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলরা। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এখন থেকেই যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে অনুমান করা হচ্ছে, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্ব জুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।

পুষ্পা দক্ষিণী সিনেমা হলেও এর সঙ্গে জড়িয়ে গেছে বাংলার নাম। প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও মুক্তি পাবে পুষ্পা টু। শুধু বাংলায় ডাবিং নয়, আসবে সিনেমার গানগুলোরও বাংলা সংস্করণ। বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে দারুণ খবর। আরেকটি দারুণ খবর জানা গেল। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ৬ শতাধিক লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২০০-এর বেশি শো হবে পুষ্পা টুর। প্রথম দিনের প্রি-বুকিংয়ের হিসেবে অন্ধ্রপ্রদেশ থেকে ৮৫ কোটি, কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি, কেরালায় ৮ কোটি, ভারতের অন্যান্য অংশ থেকে ৭৫ কোটি রুপি ঘরে তুলবে সিনেমাটি। বিদেশের মার্কেট থেকে আসবে ৭০ কোটি রুপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close