বিনোদন প্রতিবেদক

  ০৬ নভেম্বর, ২০২৪

নীল নদের দেশে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ছিল ‘সাবা’। দেশে মুক্তির আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল কানাডার ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। সিনেমাটির সাউথ এশিয়ান প্রিমিয়ার হয়েছিল দক্ষিণ কোরিয়ার বুসানে। চলতি মাসে ইন্দোনেশিয়ার বালিতে অলটারনেটিভ ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হবে।

নিজের প্রথম সিনেমার এই আন্তর্জাতিক ভ্রমণে মুগ্ধ মেহজাবীন। তবে এরই মধ্যে আরো খবর এলো যে তার প্রথম সিনেমা ‘সাবা’র পর এবার দ্বিতীয় সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা শঙ্খ দাস গুপ্ত পরিচালিত ‘প্রিয়মালতী’ চলতি মাসের মাঝামাঝি সময়ে মিসরের কায়রোতে শুরু হতে যাওয়া ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪’-এ ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে।

বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমার প্রথম সিনেমা সাবার জন্য দেশে মুক্তির আগেই দেশের বাইরে থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে মুগ্ধ আমি। আন্তর্জাতিক অঙ্গনে সাবার প্রতিটি সফলতার পদক্ষেপের সঙ্গে ছিলাম। সাবায় দর্শকের মুগ্ধতা উপভোগ করেছি স্বচক্ষে। এই মুগ্ধতার ব্যাখ্যা হয় না। এটা যে একজন শিল্পীর জন্য কত বড় প্রাপ্তি, তা আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় না। অধীর আগ্রহে অপেক্ষা করছি সাবার দেশে মুক্তির। আর এরই মধ্যে আমার দ্বিতীয় সিনেমা প্রিয়মালতীর জন্যও এলো সুখবর। এই সিনেমারও ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের বাইরে। কায়রো চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাওয়ার বিষয়টি আমাদের পুরো টিমের জন্যই অনেক গর্বের একটি খবর। আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয়মালতী আন্তর্জাতিক অঙ্গনেও এতটা প্রাসঙ্গিক হবে। এটা সত্যিই আমাদের পুরো টিম এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল সাফল্য। ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দ্রুত মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। দর্শক যেমন সব সময়ই আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে। আমার বিশ্বাস প্রিয়মালতী মুক্তির সময়ও আমার পাশে, আমাদের টিমের পাশে থেকে আমাদের অনুপ্রেরণা দেবেন।’

এটা সত্যি যে অসংখ্য নাটকে মেহজাবীনের অভিনয়ে যেমন মুগ্ধ হয়েছেন এ দেশের নাটকপ্রেমী দর্শক। ঠিক তেমনি বিজ্ঞাপনে মডেল হিসেবে তার উপস্থিতি মুগ্ধতা ছড়িয়েছে দর্শকের মধ্যে। আবার বিভিন্ন সময়ে স্টেজ শোতে তার অনবদ্য পারফরম্যান্সও দর্শককে মুগ্ধ করেছে। তবে বাংলাদেশের মেহজাবীনপ্রেমী দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তার প্রথম ও দ্বিতীয় সিনেমা ‘সাবা’, ‘প্রিয়মালতী’র দেশে মুক্তির। ‘প্রিয়মালতী’ প্রযোজনা করেছেন আদনান আল রাজীব ও রেদওয়ান রনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close