বিনোদন প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০২৪

জীবনের কথায় আবারও ইমরান-পড়শীর গান

বাংলাদেশের সংগীতাঙ্গনের এ সময়ের আলোচিত গায়ক ইমরান মাহমুদুল। তার সঙ্গে আরেক শ্রোতাপ্রিয় গায়িকা পড়শীর বেশ কিছু দর্শকপ্রিয় গান রয়েছে। তারা দুজন আবারও নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। নাম ‘কথা একটাই’। লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুরসংগীত করেছেন ইমরান মাহমুদুল। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

এর আগে রবিউল ইসলাম জীবনের লেখায় ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’, ‘আবদার’ ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় ‘বলে যাও’ গানগুলো একসঙ্গে গেয়েছিলেন ইমরান-পড়শী। একই গীতিকারের এটি পঞ্চম গান।

ইমরান মাহমুদুল বলেন, ‘আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা-দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। এই গানটি জীবন ভাইয়ের লেখা। তার লেখা জনম জনম গান আমরা দুজন একসঙ্গে করি। যেটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তো আমার এবং পড়শীর নতুন গান করার জন্য বেশ রিকোয়েস্ট আসে। শ্রোতা-দর্শকের কথা ভেবেই এই গানটি করা। আশা করছি সবার ভালো লাগবে।’

পড়শী বলেন, ‘ইমরান ভাই এবং আমি যতগুলো গান গেয়েছি বলা যায়, প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই- নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে, জীবন মামা, ইমরান ভাই আর আমি- আমরা এই তিনজন যে গানগুলো করেছি প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, গান শুনে সবার ভালো লাগবে।’ ‘কথা একটাই’ গানটি শিগগিরই ‘পড়শী’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close