বিনোদন প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০২৪

নতুন গান-শো নিয়েই সালমার ব্যস্ততা

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক বিস্ময়কর কণ্ঠের শিল্পী মৌসুমী আক্তার সালমা। বর্তমান সময়ে সালমা নতুন নতুন গান প্রকাশ নিয়ে যেমন ব্যস্ত আছেন, ঠিক তেমনি তিনি নিয়মিত শোও করছেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার মৌসুমী মৌয়ের উপস্থাপনায় চ্যানেল নাইনের ‘ক্লাব নাইন’ অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করেছেন। পাশাপাশি মাছরাঙা টিভির নিয়মিত শো ‘রূপকথা’ অনুষ্ঠানেরও রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন তিনি।

সালমা বলেন, ‘একজন শিল্পী হিসেবে স্টেজ শোতে গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ স্টেজ শোতে সরাসরি শ্রোতা-দর্শকের প্রতিক্রিয়া পাওয়ায়। টিভিতে লাইভ শোতেও কিছুটা প্রতিক্রিয়া মেলে। তবে সেটা স্টেজ শোর চেয়ে অনেক কম। আবার শিল্পী হিসেবে নতুন নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কারণ অনেক গীতিকার, সুরকার আছেন, যারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজগুলো কথা ও সুর ভালো লাগলে আমি পরম স্বাচ্ছন্দ্যে থাকি। গানের মাঝেই আপনাদের ভালোবাসার সালমা বেঁচে থাকতে চায়। কারণ গানই তো আমার প্রাণ।’

এদিকে এরই মধ্যে সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন একটি মৌলিক গান। নাম ‘লক্ষ্মী ভাবীজান’। এটি লিখেছেন সুহেল খান, সুর-সংগীত করেছেন আকাশ মাহমুদ। এ ছাড়া সালমা ও রনির কণ্ঠে নতুন সংগীতায়োজনে (এম এ রহমান) লালনগীতি ‘মিলন হবে কত দিনে’ গানটির শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ‘মনের নাগর’ নামের আরেকটি গান প্রকাশ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ শিরোনামের আরো একটি গান। পাশাপাশি চার/পাঁচটি মৌলিক গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close