বিনোদন প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০২৪

অবন্তীর হিন্দি গান

সারেগামাপা তারকা অবন্তী সিঁথির কণ্ঠে এবার শোনা যাবে হিন্দি গান। শিরোনাম ‘মেহসুস দিল কো’। দ্বৈত এ গানে অবন্তীর সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বলিউডের আর জয়। দীপাবলি উপলক্ষে এ শিল্পী ও সুরকারের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মুম্বাই নিবাসী আর জয় বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিতে গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভিন্ন ধাঁচের আয়োজনের মধ্য দিয়ে মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করছেন শ্রোতাদের। সে ভাবনা থেকেই এবার বাংলাদেশের তারকাশিল্পী অবন্তী সিঁথিকে নিয়ে দ্বৈত গানের আয়োজন করেছেন।

সংবাদ সূত্র থেকে আরো জানা গেছে, ‘মেহসুস দিল কো’ গানটির যৌথভাবে সুর করেছেন আর জয় ও তাপস। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি। সংগীতায়োজন করেছেন শিল্পী আর জয় নিজে।

শিল্পী অবন্তী সিঁথি জানিয়েছেন, দীপাবলি উৎসবটি আরো বর্ণিল করে তুলতে ভিন্ন স্বাদের এ আয়োজন। এ দেশেও অনেকেই হিন্দি গানের অনুরাগী আছেন, তাদের পাশাপাশি অন্যদেরও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এ শিল্পী।

এদিকে টিভি নাটকে নিয়মিত প্লেব্যাকের পাশাপাশি ধারাবাহিকভাবে একক গান প্রকাশ করে যাচ্ছেন অবন্তী। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলেন। কেন বিরতি নেওয়া? সে প্রশ্নের উত্তর এবার খোলাসা করেছেন হিন্দি গান গাওয়ার খবরটি প্রকাশের মধ্য দিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close