বিনোদন প্রতিবেদক

  ০২ নভেম্বর, ২০২৪

‘দেশের জন্য তারা ভালো কিছুই করবেন’

জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। প্রায় ১০ বছর পর বিটিভিতে গান করলেন। তার গাওয়া পাঁচটি দেশের গান নিয়ে প্রচারিত হলো একক সংগীতানুষ্ঠান ‘প্রিয়তম বাংলাদেশ’। এত দিন পর বিটিভিতে গান গাওয়াসহ রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন এই সংগীতশিল্পী।

সংবাদ মাধ্যমের সঙ্গে অনেক দিন পর বিটিভিতে গান করা প্রসঙ্গে এই গুণী সংগীতশিল্প বলেন, ‘এটা একটা রাষ্ট্রীয় টিভি চ্যানেল। শুধু আমার না, অনেক সংগীতশিল্পীর আগ্রহ আছে। এই কারণে অবশ্যই ভালো লাগছে। দুঃখজনক ব্যাপার হলো, সেখানে আমি টানা ১০ বছর ওখানে গান গাওয়ার সুযোগ পাইনি। কষ্ট ছিল। বলতে পারেন একটা অভিমান জমা ছিল। সেটা কমে গেছে।’

মাঝে বাংলাদেশ টেলিভিশনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু গান গাওয়াার জন্য ডাকেনি। কনকচাঁপা বলেন, ‘আমরা যারা কণ্ঠশ্রমিক তারা তো অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার চেয়ে গান গাওয়ার আমন্ত্রণে পেলে বেশি খুশি হই। কিন্তু সেটা যখন না পাই তখন আসলে এসব আমন্ত্রণ পেলে খুশি হওয়ার চেয়ে বেশি খারাপ লাগে।’

‘প্রিয়তম বাংলাদেশ’ অনুষ্ঠানে পাঁচটি দেশের গান করেছেন। কনকচাঁপা। গানগুলোর সুর ও সংগীতায়োজন শিল্পীর স্বামী মইনুল ইসলাম খান। অনুষ্ঠানের পরে গানগুলো ফিলার হিসেবে বিটিভিতে প্রচারিত হবে নিয়মিত।

দেশে একটা পরিবর্তন হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আড়াই মাসে কেমন মনে হচ্ছে সব কিছু? এ প্রশ্নের জবাবে কনকচাঁপা বলেন, ‘এত তাড়াতাড়ি আসলে কোনো কিছু নিয়ে মন্তব্য করা কঠিন। তা ছাড়া তাদের সব কিছু নিয়ে কাজের এখতিয়ারও নেই। এত কিছু সংস্কার করতে হচ্ছে যে সংস্কারের তালিকা বাংলাদেশের দৈর্ঘ্যরে চেয়ে লম্বা। পাশাপাশি সবাই যার যার জায়গা থেকে দাবি জানাচ্ছে। তবে আমি মনে করি, এত অল্প সময়ের মধ্যে এখনই তাদের নিয়ে মন্তব্য করা উচিত হবে না। আশা করছি দেশের জন্য তারা ভালো কিছুই করবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close