বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪
সালমান খানের ঘোষণায় ‘দাবাং ট্যুর’!
বলিউড সুপারস্টার সালমান খান আবারও ফিরিয়ে আনলেন তার সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর নাম। ঘোষণা দিলেন, ছবিটির সঙ্গে সংযুক্ত তারকাদের নিয়ে ‘দাবাং ট্যুর’-এর।
খুব কম পোস্ট করা সালমান তার এক্স (পূর্বে টুইটার) প্রোফাইলে এই ট্যুরের ঘোষণা দেন ও পোস্টার প্রকাশ করেন। এতে দেখা যাচ্ছে, সালমানের সঙ্গে অংশ নিচ্ছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং প্রভু দেবা। এ ছাড়া এই ট্যুরে থাকছেন তামান্না ভাটিয়া, মানীশ পল, আস্থা গিল ও সুনীল গ্রোভার।
সালমান তার পোস্টে দুবাইয়ের ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘দুবাই, প্রস্তুত হও! ৭ ডিসেম্বর ২০২৪-এ আসছে ‘দাবাং দ্য ট্যুর- রিলোডেড’।’ তিনি তার ভাই সোহেল খানকেও ট্যাগ করেছেন, যিনি এই ইভেন্টটি আয়োজন করবেন কিছু অংশীদারের সহায়তায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন