বিনোদন প্রতিবেদক
এবার তাবিজ বিক্রেতা জামিল!
মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন। সম্প্রতি এই অভিনেতা অনলাইনে তাবিজ বিক্রি শুরু করেছেন। অনলাইনের পাশাপাশি হাটে-বাজারে তাবিজ বিক্রি করছেন তিনি। জমিয়ে নিয়েছেন জমজমাট ব্যবসা। তবে এটা বাস্তবে নয়, একটি নাটকের চরিত্রে। নাটকের নাম ‘আমার তাবিজ ডটকম’। দ্য নিউজ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ভিন্নধারায় এই নাটকটি রচনা করেছেন মুস্তাফিজুর রহমান নাহিদ। পরিচালনায় রয়েছেন এস এম মনির। সম্প্রতি পুবাইলের নাটকটির দৃশ্যধারণ করা হয়।
এ প্রসঙ্গে জামিল হোসেন বলেন, আমি সব সময় ভালো গল্পের অপেক্ষায় থাকি, পাশাপাশি নতুন কিছু খুঁজি। ‘আমার তাজিব ডটকম’ সে রকম একটি নাটক। গল্পে শুধু কমেডি দেখা যাবে এমন নয়। শেষে খুব শিক্ষণীয় একটি বার্তা রয়েছে। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবেন।
নাটকটিতে জামিল ছাড়া আরো অভিনয় করেছেন, মুনমুন আহমেদ মুন, আর কে শামীম, আসমা শিউলী, আলিফ চৌধুরী, সাবিনা মীম, খায়রুল হোসেন, আফতারুল ইসলাম পলাশ, নিঝুমসহ আরো অনেকে। নাটকটির চিত্রগ্রাহক সাইদুল ইসলাম এবং সম্পাদনা করেছেন শরিফুল ইসলাম ফাহাদ। ৩০ অক্টোবর দ্য ড্রামা চ্যানেলে নাটকটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
"