বিনোদন প্রতিবেদক
জুলাই বিপ্লব নিয়ে সিনেমা বানাবেন রাফী
জুলাই বিপ্লব নিয়ে সিনেমা বানানোর কথা জানালেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন রাফী। ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনাকালে এই ঘোষণা দেন ‘তুফান’ নির্মাতা।
রাফী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প, যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো দ্রুত নির্মাণ করার।’
বিপ্লবে অনেক গল্প। কিন্তু রাফী বেছে নেবেন কোনটি? বলেন, ‘সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না! সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমায় থাকলে মানুষের মনে থাকবে।’
এ সময় রাফী আরো বলেন, তরুণদের উদ্দেশে রাফী বলেন, ‘সিনেমার ভবিষ্যৎ দর্শক। আপনাদের মতো নতুন নতুন লেখক, নতুন নতুন নির্মাতারা যখন সিনেমা বানাবে, তখন সিনেমার ভবিষ্যৎ বদলে যাবে। আপনারা যদি আমাদের সিনেমা দেখেন, কথাবার্তা বলেন, লেখেন, তাহলেই আমাদের সিনেমায় পরিবর্তন আসবে। যেমন আমরা এত দিন পলিটিকসে যেতাম না, পলিটিকস মানে ভালো না। এ কারণে আমাদের এখানে ডার্টি পলিটিকস ঢুকে গেছে। সব ছাত্র যখন নেমে গেল, তখন কিন্তু নতুন করে আবার যাত্রা শুরু হয়ে গেল। সিনেমা ইন্ডাস্ট্রিও একই রকম। কেন ভালো সিনেমা হচ্ছে না, কেন হল নেই, কেন ভালো ভালো সিনেমা দেখতে পাচ্ছি না? কারণ, কেউ সিনেমা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না।’
রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’ মেগা হিট। শাকিব খান, নাবিলা, মিমি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে। ১ নভেম্বর এটি মুক্তি পাচ্ছে পাকিস্তানেও। রায়হান রাফী বর্তমানে জিৎ ও শরীফুল রাজকে নিয়ে ‘লায়ন’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
"