বিনোদন প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০২৪

মনি কিশোরের সেরা ৫ গান

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ি থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

এদিকে জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর খবরে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন এই গুণী শিল্পী। তার গাওয়া অসংখ্য গানের মধ্যে আসুন জেনে নিই সেরা ৫টি গান সম্পর্কে।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মনি কিশোরের ক্যারিয়ারের সেরা ৫ গান হলো-

কী ছিলে আমার বলো না তুমি

সংগীতশিল্পী মনি কিশোরের সর্বাধিক জনপ্রিয় গান কী ছিলে আমার বলো না তুমি। চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়িকা শাবনূর অভিনীত ‘কে অপরাধী’ সিনেমার এ গানটি নেটদুনিয়ায় ৬৬ মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে।

আমি মরে গেলে

মনি কিশোরের গাওয়া আরো একটি জনপ্রিয় গান হলো আমি মরে গেলে। গীতিকার, কমপোজ ও মিউজিক ডিরেক্টর মিল্টন খন্দকারের গানে কণ্ঠ দিয়েও দর্শকপ্রিয়তা পান তিনি। ইউটিউবে গানটি পেয়েছে ১৭ মিলিয়ন ভিউ।

মুখে বলো ভালোবাসি

মিল্টন কিশোরের কথায় তুমি শুধু আমারি জন্য অ্যালবামের একটি জনপ্রিয় গান মুখে বলো ভালোবাসি। সোনালি প্রোডাকশনের এ গানও শ্রোতাদের কাছে জনপ্রিয়। ইউটিউবে গানটির ভিউ ১.৪ মিলিয়ন।

ফুল ঝরে তারা ঝরে

মিল্টন কিশোরের কথায় একই অ্যালবাম তুমি শুধু আমারি জন্যর আরো একটি জনপ্রিয় গান ফুল ঝরে তারা ঝরে। সোনালি প্রোডাকশনের এ গানও নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। নেটদুনিয়ায় দর্শক পছন্দে গানটির ভিউ ৭৯৭ হাজার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close