বিনোদন প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০২৪

শাকিলের ‘চিঠি দিও’তে দুই বন্ধু অপূর্ব-আনন্দ

গুণী নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় নন্দিত নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন। সেসব নাটকে অপূর্বর চরিত্র যেমন দর্শকের মনে দাগ কেটেছে, তেমনি অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসিতও হয়েছেন এ অভিনেতা। বর্তমানে আরটিভিতে বেশ কয়েক বছর আগে সৈয়দ শাকিলের নির্দেশনায় নির্মিত ‘নীল ঘূর্ণি’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে, যাতে অপূর্ব কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে সৈয়দ শাকিলের নির্দেশনায় আরো একটি নাটকের কাজ শেষ করলেন অপূর্ব। নাম ‘চিঠি দিও’। এটি রচনা করেছেন নাসির খান। অপূর্ব অভিনয় করেছেন আশফাক চরিত্রে। তার বন্ধুর চরিত্রে (ফয়সাল) অভিনয় করেছেন আনন্দ খালেদ। অপূর্বর সঙ্গে আনন্দ খালেদ প্রথম অভিনয় করেন তানিম রহমান অংশুর ‘এয়ার বেন্ডার’ নাটকে। এরপর ‘ব্যাচ টোয়েন্টি সেভেন’, ‘ব্যাচ টোয়েন্টি সেভেন দ্য লাস্ট পেজ’, ‘পথে হলো দেরী’, ‘হৃদয়জুড়ে’, ‘যদি কিন্তু তবুও’ (ওয়েব ফিল্ম)-তে অভিনয় করেন আনন্দ খালেদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্প একটু অন্যরকম। আর শাকিল ভাই একজন গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করার সময়টা কাজের ফাঁকে ফাঁকে গল্প-আড্ডায় দারুণ জমে ওঠে। আনন্দ আগের চেয়ে আরো ভালো করছে, তার জন্য শুভ কামনা রইল।’ আনন্দ খালেদ বলেন, ‘ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে তার নাটকে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময়ের জন্যই দারুণ অভিজ্ঞতা। তিনি এমনই একজন অভিনেতা যিনি শুধু নিজের পারফরম্যান্সের দিকেই মনোযোগী থাকনে না, তার সহশিল্পীর পারফরম্যান্সের দিকেও তার সজাগ দৃষ্টি থাকে। তার সঙ্গে অভিনয় করে আমি অভিনয় সম্পর্কে, জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছি, জেনেছি এবং সত্যি নিজেকে সমৃদ্ধ করেছি নানা দিক দিয়ে। অপূর্ব ভাইয়ের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ।’ সৈয়দ শাকিলের নির্দেশনায় অপূর্বর একক উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘একটা নির্জন দুপুর চাই’, ‘দোলনাঘর’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘চোখের ক্ষুধা’ ইত্যাদি। দীপ্ত এন্টারটেইনম্যান্টে প্রকাশিত ‘ইউএনও’ ওয়েব ফিল্মটি সৈয়দ শাকিলের নির্দেশনায় অপূর্বের করা সর্বশেষ আলোচিত কাজ। সৈয়দ শাকিল জানান ‘চিঠি দিও’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close