বিনোদন প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০২৪

হাতিরঝিলে রকারদের ‘গণজোয়ার’

রাজধানীর হাতিরঝিলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রকারদের ‘গণজোয়ার’। আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) রকপ্রধান ব্যান্ডগুলোকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। এতে পারফর্ম করবে নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, কাকতাল, কনক্লুশনসহ আরো কয়েকটি ব্যান্ড।

‘গণজোয়ার’-এর আয়োজন করছে ম্যাভিক্স গ্লোবাল। আয়োজকদের কথায়, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে শুরু করে স্বৈরশাসকের পতন, আকস্মিক বন্যাসহ নানা ঘটনায় কঠিন সময় পার করছে দেশবাসী। সে কারণেই সংগীতের বড় কোনো আয়োজন এত দিন সম্ভব হয়নি। মাঝে যে কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে, তা বানভাসি মানুষদের ত্রাণ সংগ্রহ ও পুনর্বাসনের জন্য। আশার কথা হলো, এখন দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সে কারণেই নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সংগীতপিপাসুদের জন্য তারা এই কনসার্টের আয়োজন করছেন। রকপ্রেমীদের কাছে ‘গণজোয়ার’ একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

কনসার্ট নিয়ে আয়োজকরা আরো জানান, শুক্রবার বিকেল ৩টায় দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। বিকেল ৪টা থেকে শুরু হবে কনসার্ট, চলবে ৭টা পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারবেন।

এদিকে একই দিনে রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রেট্রো কনসার্ট’ শিরোনামে আরেকটি আয়োজন। যেখানে বহুদিন পর এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে নব্বইয়ের দশকের সাড়া জাগানো চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুট। সেখানে থাকছে তাদের কালজয়ী ও নতুন বেশ কিছু গানের পরিবেশনা। এ আয়োজন করছে ব্লু-ব্রিক কমিউনিকেশন।

আয়োজকরা জানান, শুক্রবার বিকেল ৫টায় শুরু হবে ‘ঢাকা রেট্রো কনসার্ট’ হবে। তার ঠিক দুই ঘণ্টা আগে বিকেল ৩টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ভেন্যুর গেট। সংগীতের এই জমকালো আয়োজন চলবে বিকেল থেকে রাত পর্যন্ত। ‘গণজোয়ার’ ও ‘ঢাকা রেট্রো কনসার্ট’-এর টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফরম গেট সেট রক’-এ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close