বিনোদন প্রতিবেদক

  ১৫ অক্টোবর, ২০২৪

বিপিএলের ড্রাফটে শাকিব খান

বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এটি হবে বিপিএলের একাদশ আসর, অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। এ টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করবে।

এবার দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ হলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের অন্তর্ভুক্তি। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটেও আছেন এই তারকা। প্রথম রাউন্ডেই জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বেছে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।

এদিন শাকিব বলেন, ‘আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে- এটাই আমার বিশ্বাস।’

শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আছেন আরেক অভিনেতা ইমন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close