বিনোদন প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০২৪

বাপ্পা মজুমদারের নতুন গান

শুরু হয়েছে দুর্গাপূজা। এবারের পূজা উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। তার এই নতুন একক গানের শিরোনাম ‘শহরের চোখ’। আতিউর রহমানের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজেই। বুধবার রাত ৮টায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ আয়োজন নিয়ে বাপ্পা গণমাধ্যমকে বলেন, ‘প্রতিটি উৎসবে ভক্ত-শ্রোতাদের বাড়তি কিছু প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পূরণেই এই আয়োজন। স্বকীয়তা ধরে রেখেই কিছুটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। তাই আশা করছেন, অনুরাগীদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতার গানটি ভালো লাগবে।’

এদিকে ‘বিউটিফুল ভয়েজেস’-এর পর আরেকটি নিরীক্ষাধর্মী সংগীতায়োজন শুরু করেছেন বাপ্পা মজুমদার। যেখানে শ্রোতাদের থাকছে গজল আঙ্গিকের বাংলা গান। কণ্ঠশিল্পী গালিব হাসান নিয়ে তার গজল আঙ্গিকের প্রথম গান ‘অনুভব’ শিগগিরই অনলাইনে প্রকাশ পাবে।

নতুন এই প্রজেক্ট ছাড়াও বাপ্পা তার ইউটিউব চ্যানেলে ধারাবাহিক প্রকাশ করে যাচ্ছেন বহুল আলোচিত একক কনসার্ট ‘অডিসি’-এর গানগুলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close