বিনোদন প্রতিবেদক
বন্যার্তদের পাশে সালমা
শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেরপুর-ময়মনসিংহসহ আরো কয়েকটি জেলায়। এ দুর্যোগে তাদের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। তার সামাজিক সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ইতিমধ্যে ১৫-২০ সদস্যের টিম কাজ করছে বন্যার্ত অঞ্চলে। খাদ্য থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করছেন তারা। এ ছাড়া এরই মধ্যে ময়মনসিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি নিজেও। এর আগে এক ফেসবুক লাইভে তিনি বলেন, ময়মনসিংহ, হালুয়াঘাট, নালিতাবাড়ী, শেরপুরসহ অনেক জায়গার অবস্থা অনেক খারাপ। আপনারা সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন। এ সময় তিনি সবাইকে অনুরোধ করে বলেন, আপনারা সবাই যার যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আমাদের জীবনটা ছোট। কে কখন বিপদে পড়বেন কেউ জানি না। সেখান থেকে উদ্ধার করার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। তাই আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি। আপনারাও এগিয়ে আসুন।
"