বিনোদন ডেস্ক
সাইফ আলিকে শর্ত...
শুধু পর্দায় নয়; বাস্তবেও নাকি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জীবনে নাটকীয়তার অভাব নেই। তার অভিনীত চরিত্রগুলোয় এমনটিই দেখা যায়। ‘কভি খুশি কভি গম’-এর ‘পূ’ হোক বা ‘জব উই মেট’-এর ‘গীত’- কারিনা কাপুর খানের বেশির ভাগ চরিত্রেই রয়েছে অতিনাটকীয়তা। কিন্তু তাকেই যেন মানায় এ ধরনের চরিত্রে। এমনই দাবি তার ভক্ত-অনুরাগীদের। তবে শুধু পর্দার বাইরেই নয়; বাস্তবেও কারিনা নাটকীয়তা দেখান। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে দিদি অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে যোগ দেন কারিনা কাপুর। সেখানেই সাইফ আলি খানের সঙ্গে রসায়ন নিয়েও কথা বলেন বেবো। সাইফের কাছে নাকি কারিনা আবদার করেছিলেন- ভালোবাসলে তার নামে ট্যাটু করতেই হবে। কারিনা বলেন, যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার নামে উল্কি করাও। সাইফের হাতে কারিনার নামের এই ট্যাটু ভালোবাসার চিহ্ন। অভিনেত্রী নিজেই স্পষ্ট করেন। এই সাক্ষাৎকারেই মজার ছলে কারিনা জানান, দুই ছেলে তৈমুর ও জেহর তুলনায় তাদের বাবা-ই নাকি বেশি দুষ্টুমি করেন।
"