বিনোদন ডেস্ক
অভিনয়ে অভিষেকের মেয়ে
তারকার সন্তান তারকা হবেন- এটা যেন বিনোদন অঙ্গনে অবধারিত হয়ে গেছে। অভিষেককন্যার ক্ষেত্রেও এমনটা দেখা যাচ্ছে। তবে বাবার মতো বড়পর্দায় না, ছোটপর্দায় নাম লেখাচ্ছে মেয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় গত হওয়ার দুই বছর হয়ে গেলেও মৃত্যু শব্দটি তার সঙ্গে বেমানান। তার স্মৃতি বুকে নিয়েই জীবনের পথ চলেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। এবার মেয়ে সাইনা যুক্ত হচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’ নামের জনপ্রিয় ধারাবাহিকে। এ প্রসঙ্গে সংযুক্তা জানান, সাইনা নিজের ইচ্ছায় অভিনয় জগতে পা রেখেছে। সিরিয়ালের প্রযোজনা সংস্থার কাছ থেকে যখন প্রস্তাব আসে, সবার আগে নিজের স্কুলে গিয়েছিল সে। শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে শুটিংয়ের অনুমতি নিয়েছে। তারপরই অভিনয়ের প্রস্তাবে সে সম্মত হয়েছে এবং অডিশন দিয়েছে। সংযুক্তা জানান, তারা কখনো কারো কাছে সুযোগ পাওয়ার আশায় যাননি। ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পেয়ে প্রথমে বেশ অবাকই হয়েছিলেন। লুক টেস্টে ডাকা হয় তাকে। সাইনাকে নিয়ে লুক টেস্টে নিয়ে যান সংযুক্তা। একাধিক সংলাপ বলে অভিষেকের আদরের ডল। তাতেই সিলেক্ট হয়ে যায়। সংযুক্তা মনে করেন, এটাই ভবিতব্য ছিল। অভিষেকেরও হয়তো এটাই ইচ্ছে। সংযুক্তা মনে করেন অভিষেক তাদের সঙ্গে থাকেন সব সময়। এমনকি শুটিংয়ের সেটেও স্বামীর ছবি নিয়ে যান যেন সাইনাও একা বোধ করে না। এ ছাড়া সিরিয়ালের অনেকেই অভিষেকের সহকর্মী। এটিও সাইনার জন্য বেশ আরামদায়ক বলে মনে করছেন তিনি।
"