বিনোদন ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০২৪

এক মঞ্চে মাইলস নগরবাউল আর্ক-দলছুট

মঞ্চে নব্বই দশক নামাবে চার ব্যান্ড। বাপ্পা রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘ঢাকা রেট্রো’ নামের সে কনসার্টে গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট। আগামী ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা এরিনায় আয়োজিত হবে এই কনসার্ট। আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি।

জানা গেছে, গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট- ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমেনি। তারা সবাই লিজেন্ড। সেই ব্যান্ডগুলোকে একমঞ্চে এখন খুব একটা দেখা যায় না। এখনো তাদের গান সবার মুখে মুখে। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করি। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’

বলা প্রয়োজন এদিন বিকেল ৫টায় মঞ্চে উঠবেন শিল্পীরা। তবে বিকেল ৩টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে গেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close