অনলাইন ডেস্ক
০৪ অক্টোবর, ২০২৪
‘পারফেক্ট বারবার স্টুডিও’তে নেহাকে অনুপ্রেরণা দিতে গেলেন চিত্রনায়িকারা
গত ১ অক্টোবর অভিনেত্রী নেহাকে অনুপ্রেরণা দিতে তার ‘পারফেক্ট বারবার স্টুডিও’তে গেলেন চিত্রনায়িকা পূজা চেরী, অভিনেত্রী মৌসুমী হামিদ, নেহার স্বামী বাবান, অভিনেতা জনি, সাঞ্জু জন, চিত্রনায়ক শিপন মিত্র, মডেল রুমা, অভিনেতা আহসান হাবিব নাসিম, নৃত্যশিল্পী-নৃত্য পরিচালক সোহেল রহমানসহ আরো অনেকে। এর আগে শুধু মেয়েদের জন্য বিউটি টিটমেন্ট্রের সুযোগ থাকলেও এবার এখানে ছেলেদের জন্যও সৌন্দর্যবিষয়ক সেবার সুযোগ চালু হয়েছে। পারফেক্ট বারবার স্টুডিওটি রাজধানীর বনানীর ডি-ব্লকের ১০ নম্বর রোডের ৬৬ নম্বর
বাড়ির দোতলায় অবস্থিত।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন