বিনোদন প্রতিবেদক

  ০২ অক্টোবর, ২০২৪

৪০০ পর্বের ধারাবাহিকে দিলরুবা

দেশের নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় মুখ স্বর্ণলতা দেবনাথ। বিশেষত সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচার শেষ হওয়া কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকের নিগার চরিত্রে অভিনয়ের জন্য স্বর্ণলতা বেশ আলোচনায় এসেছিলেন। দেশ-বিদেশে দারুণ সাড়া পাচ্ছিলেন তিনি। এরই মধ্যে স্বর্ণলতা এই ধারাবাহিকের মধ্য দিয়ে আলোচনায় থাকতে থাকতে একই পরিচালকের আরো একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছিলেন। নাটকের নাম ‘গোলমাল’। এই নাটকের নাট্যকারও আগের নাটকের নাট্যকার, অর্থাৎ ‘গোলমাল’ ধারাবাহিকটিরও রচয়িতা আহমেদ শাহাবুদ্দীন। তবে এই ধারাবাহিকে স্বর্ণলতা অভিনয় করছেন দিলরুবা চরিত্রে। আজ নাটকটির ৪০০তম পর্ব প্রচার হবে আরটিভিতে।

তিনি এই ধারাবাহিকে ৩৭০তম পর্ব থেকে অভিনয় করছেন। তবে এই ধারাবাহিকে তিনি অভিজ্ঞ অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মুকিত জাকারিয়া, রওনক হাসান, মুকুল সিরাজ, আজিজুল হাকিম, মীর সাব্বির, আরফান আহমেদসহ অনেকে। স্বর্ণলতার ভাষ্যমতে, সিনিয়র শিল্পীদের সঙ্গে অভিনয় করলে তার নিজের অভিনয়ও অনেক ইমপ্রুভ হয়। এদিকে এরই মধ্যে স্বর্ণলতা নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘ব্রোকেন ফ্যামিলি’। এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে নাটকটির প্রচার শুরু হয়নি এখনো। স্বর্ণলতা অভিনীত আরো একটি নতুন ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে। নাটকের নাম ‘কমন প্রবলেম’। এই ধারাবাহিকটি গেল মাসেই বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। ‘গোলমাল’, ‘কমন প্রবলেম’ এবং ‘ব্রোকেন ফ্যামিলি’ প্রসঙ্গ স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘অভিনন্দন কায়সার আহমেদ ভাইকে গোলমাল ধারাবাহিকেও আমাকে একটি চমৎকার চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। তার পরিচালিত বকুলপুর সিজন টুতে নিগার চরিত্রে অভিনয় করেও আমি অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। গোলমাল ধারাবাহিকে কাজ শুরু করেছি খুব বেশিদিন হয়নি, কিন্তু এই ধারাবাহিকে দিলরুবা চরিত্রে কাজ করেও ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে নাটকটি ৪০০তম পর্বে প্রচার পেল। এটা একজন পরিচালকের জন্য চ্যালেঞ্জই বলব। অবশ্য কায়সার ভাই এর আগেও এ ধরনের ধারাবাহিক নির্মাণ করেছেন। আর কমন প্রবলেম ধারাবাহিকটি মাত্র প্রচার শুরু হলো। মাসুদ ভাইয়ের ব্রোকেন ফ্যামিলি নিয়েও আশাবাদী আমি।’ এরই মধ্যে স্বর্ণলতা বাংলাভিশনে দুর্গাপূজায় প্রচারের জন্য রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন সুব্রত দের প্রযোজনায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close