বিনোদন প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০২৪

জুয়েল স্মরণে ‘সেই দিনের এক বিকেলে’

প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের জন্মদিন ছিল গত শনিবার। দিনটি উপলক্ষে আগামী ৪ অক্টোবর এক স্মরণসভার আয়োজন করেছে তার বন্ধু ও স্বজনরা। এমনটি জানিয়েছেন জুয়েলের ভাই মহিবুর রেজা রুবেল। বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৫টায় থাকছে এই আয়োজন।

রুবেল বলেন, ‘টুকরো স্মৃতি, গল্প-গানে জুয়েলকে স্মরণ করে দিনটি উদযাপন করা হবে। মূলত তার বন্ধুরাই এ আয়োজন করেছেন। আশা করছি, জুয়েলের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।’

সংগীতশিল্পী জুয়েল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত ২৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোটবেলায় মা-বাবার অনুপ্রেরণায়ই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন, আর মঞ্চে যখন প্রথম গান করেন তখন তিনি চতুর্থ শ্রেণিতে পড়েন।

অন্যদিকে, চাচা কিংবদন্তি সুরকার আলতাফ মাহমুদ ছিলেন জুয়েলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। গায়কের প্রথম একক অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয়েছিল ১৯৯৩ সালে। এরপর একে একে আরো ১০টি একক অ্যালবাম প্রকাশিত হয় তার। এ ছাড়া সত্তরের বেশি মিক্সড অ্যালবামে গান করেছেন জুয়েল। পারফর্ম করেছেন দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে। তার প্রকাশিত অ্যালবামগুলো হলো- ‘এক বিকেলে’, ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’ ও ‘এমন কেন হলো’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close