বিনোদন প্রতিবেদক
দুই গান নিয়ে ফিরলেন অংকন
চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। বিশেষ করে তার কণ্ঠের বেশকিছু ফোক গান এরই মধ্যে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। তবে দেশের এ সার্বিক পরিস্থিতির কারণে গত দুই-তিন মাসে নতুন গান প্রকাশ করেননি অংকন। এরইমধ্যে তিনি গেছেন যুক্তরাষ্ট্র সফরে। মাস খানেকের এই সফর শেষে দেশে ফিরবেন তিনি।
তবে নতুন খবর হলো নতুন দুই মৌলিক গান নিয়ে এবার হাজির হলেন তিনি প্রায় এক বছর পর। এরমধ্যে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘রসিয়া নাগর আমার’ শিরোনামের গান। গানের কথা ও সুরে এ গানটির সংগীত করেছেন এমএ রহমান। এমআর বেস্ট মিডিয়া থেকে ভিডিওসহ গানটি প্রকাশ হয়েছে।
গতকাল এইচএম ভয়েজ থেকে আরো একটি গান প্রকাশ হয়েছে অংকনের। গানের শিরোনাম ‘তোমায় পাইবো কিনা জানি না’। শেখ নজরুলের কথা গানটির সুর করেছেন ফিদেল নাঈম। সংগীতায়োজনে রেজোয়ান শেখ। শিজু খন্দকারের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন অংকন। তার সঙ্গে মডেল হিসেবে ছিলেন আনান খান। দুই গান নিয়ে অংকন বলেন, এক বছর পর মৌলিক দুই গান নিয়ে চলতি সেপ্টেম্বরে ফেরা হয়েছে। এটা ভালো লাগার একটি ব্যাপার। গান দু’টি যদিও আগেই তৈরি হয়েছিল। বিভিন্ন কারণে প্রকাশ হয়নি। ‘রসিয়া নাগর আমার’ গানটি এরই মধ্যে পছন্দ করছেন অনেকে। আর ‘তোমায় পাইবো কিনা জানি না’ গানটিও সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।
"