বিনোদন প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নতুন গান নিয়ে ব্যস্ত আরফিন রুমি

দেশের জনপ্রিয় গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক আরফিন রুমি। মাঝে গান থেকে দূরে থাকলেও বর্তমানে পুরোপুরি গানে ডুবে আছেন এই সংগীতশিল্পী। ব্যস্ত রয়েছেন নতুন গানের কাজ নিয়ে।

জানালেন শ্রোতাদের জন্য আসছে চমক। সিনেমার জন্য গান করছেন তিনি। রুমি বলেন, ‘কাজ শুরু করেছি। নতুন গান নিয়ে পরিকল্পনা চলছে। আমার শ্রোতাদের শুধু এটুকু বলব, অপেক্ষা করুন। চমক নিয়ে আসছি আপনাদের জন্য। সামনে আমার কিছু নতুন গান আসছে। যারা আমাকে ভালোবাসেন তারা গানগুলো শুনবেন। আশা রাখছি, গানগুলো সবার ভালো লাগবে।’

এ গায়ক বলেন, ‘আগে অনেক বেশি অডিও গান হতো। প্রচুর সিনেমা হতো। এখন তেমনটা হয় না। সিলেকটিভ কিছু কাজ হয়। বাংলাদেশে মিউজিক ডিরেক্টরও বেড়েছে। শিল্পীদের নিজস্ব গান কমেছে। সিনেমার কাজ কমেছে। এতে আমার তো কোনো দোষ নেই। আমি রেগুলার যখন কাজ করতাম, তখন সবার সঙ্গে হাই-হ্যালো ছিল। মাঝখানে তো একটু বিরতিতে ছিলাম। এখন আবার কাজে ব্যাক করলাম। দেখি কী হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close