বিনোদন প্রতিবেদক
একসঙ্গে মাসুম বাশার-আনোয়ার শাহী
মাসুম বাশার, একজন জনপ্রিয় নাট্যাভিনেতা। বহু নাটকে তিনি একজন আদর্শ বাবার চরিত্রে অভিনয় করেই দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। অন্যদিকে আনোয়ার শাহী মূলত ছিলেন একজন বাচিক শিল্পী অর্থাৎ ডাবিং শিল্পী। ২০০০-এরও বেশি সিনেমায় তিনি ডাবিং করেছেন। মাসুম বাশার ও আনোয়ার শাহীকে এবার একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ‘ফ্ল্যাট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে। এমনটাই জানালেন তারা দুজন। এরই মধ্যে গত ১৫ সেপ্টেম্বর বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন জয় চৌধুরী।
মাসুম বাশার বলেন, ‘এর আগে আমি আর আনোয়ার শাহী একটি হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হিসেবে একসঙ্গে কাজ করেছিলাম। আমাদের কখনো নাটকে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। অনেক দিন পর একটা চমৎকার গল্পের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। জয় চেষ্টা করেছে বিজ্ঞাপনটি ভালোভাবে নির্মাণ করতে। আশা করছি, বিজ্ঞাপনটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
আনোয়ার শাহী বলেন, ‘এর আগে নাজমুল দিগন্তের পরিচালনায় আমি আর মাসুম ভাই একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলাম। এটি আমাদের একসঙ্গে দ্বিতীয় কাজ। বেশ যত্ন নিয়ে নির্মাতা কাজটি করেছেন। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের। তবে এটি শুধু অনলাইনে প্রচারের জন্য নির্মিত হয়েছে। যাকে সহজে বলা হয় ওভিসি।’
এদিকে আজ মাসুম বাশার সজীব মাহমুদের নির্দেশনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। আগামীকাল তিনি বিটিভিতে তৌহিদের প্রযোজনা আরো একটি নাটকের কাজে অংশ নেবেন। এর আগে তিনি পুবাইলে গেল ১৪ সেপ্টেম্বর জুবায়ের ইবনে বকরের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন, যেখানে নিলয় ও তানিয়া বৃষ্টিও ছিলেন। আনোয়ার শাহী অভিনীত প্রচার চলতি ধারাবাহিক হচ্ছে ফরিদুল হাসানের ‘ফাপড়’। প্রচারে আসছে যুবরাজ খানের ‘ফুল বাহার’। তিনি দীর্ঘ ২৬ বছর বাচিক শিল্পী হিসেবে কাজ করেছেন।
"