বিনোদন প্রতিবেদক
মমর কণ্ঠে রবীন্দ্রসংগীত
জাকিয়া বারী মম অভিনয়ের জন্য যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি নিজের মতামতের স্পষ্টতার জন্য ভক্তদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে আছেন তিনি। দীর্ঘ সময় ধরে পর্দায় মুনশিয়ানা দেখাচ্ছেন এই অভিনেত্রী। তার গানের প্রতিও আছে ভালোবাসা। পর্দার অভিনয়ের বাইরেও তার কণ্ঠ বাজে বিজ্ঞাপনে, ডাবিংয়ে। বহুমুখী কাজের ভেতরে থেকে এবার দর্শকদের সামনে নিয়ে এলেন রবীন্দ্রসংগীত। ‘তোমার খোলা হাওয়া’ গানটি কণ্ঠে তুলেছেন মম। এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে দেশের সার্বিক পরিস্থিতির জন্য সেই প্রজেক্ট পিছিয়ে পড়ে, যা এবার মুক্তির আলোয় ডানা মেলার প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছেন গানটির সংগীতায়োজনে থাকা আহমেদ রাজীব। চলতি মাসেই একটি ই
রবীন্দ্রসংগীত প্রসঙ্গে মম বলেন, ‘আমি মাঝে মাঝে গান করি নিজের জন্য। তবে এভাবে আয়োজন করে গান গাওয়া হয় না সচরাচর। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে। এবার সেটি প্রকাশ হতে যাচ্ছে শুনে ভালো লাগছে। আমিও আগ্রহ নিয়ে আছি সবার সঙ্গে শোনার জন্য।’ এর আগে তিনি শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকে গান গেয়েছেন। এর আগে আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সুরে ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হন। আহমেদ রাজীবের উদ্যোগে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গানের অডিও/ভিডিও নির্মাণ করেছে নতুন প্রতিষ্ঠান এনএইচটি মিউজিক বক্স। ইতিমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ হচ্ছে মমর কণ্ঠে ‘খোলা হওয়া’।
"