বিনোদন প্রতিবেদক
নতুন সিনেমার ঘোষণা এস ডি রুবেলের
জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের আজ জন্মদিন। এদিনে তিনি নতুন সিনেমার ঘোষণা দিলেন। ‘নীল আকাশে পাখি উড়ে’। সিনেমার গল্প রচনা করেছেন এস ডি রুবেল। পরিচালনাও করবেন তিনি। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি। তবে তিনি ছাড়া সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এস ডি রুবেল বলেন, ‘সিনেমায় আমার নায়ক বা অভিনেতা হিসেবে অভিষেক হয় শ্রদ্ধেয় মনতাজুর রহমান আকবর ভাই পরিচালিত এভাবেই ভালোবাসা হয়- সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। আমার বিপরীতে ছিলেন শাবনূর। পরে আমি নিজেই নির্মাণ করি সরকারি অনুদানে বৃদ্ধাশ্রম সিনেমাটি। এখন আমার সিনেমার গল্পের মূল বিষয় হলো- মানুষ চাইলেই নিজেকে ভালো রাখতে পারে। সৎ থেকে নিজের অবস্থানকে মূল্যবান করতে পারাটাই প্রকৃত জীবন। বর্তমানে গানের কাজ চলছে। আশা করছি, আগামী মাসের শুরুতে সিনেমার শুটিংয়ে যেতে পারব।’
এদিকে আজ জন্মদিন উপলক্ষে এস ডি রুবেল ঢাকার মধ্যেই শিশুদের সঙ্গে একটি নির্দিষ্ট সময় কাটাবেন। বহু বছর ধরে তিনি প্রতি জন্মদিনে এই কাজটি করে আসছেন। শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের সঙ্গে কেক কাটেন, খাওয়া-দাওয়া করেন। এস ডি রুবেল গায়ক হিসেবে মৌলিক গানের একক অ্যালবাম প্রকাশ করেছেন ৩৭টি। এ ছাড়া প্রায় ৪০০ মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। ২০১৭, ২০১৮ ও ২০১৯-এ টানা তিনবার সেরা করদাতা হিসেবে তিনি হ্যাটট্রিক করেছিলেন। এস ডি রুবেল গান গাওয়ার পাশাপাশি একজন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক, চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাণ-পরিচালকও বটে। তিনি ১৪০০ নতুন বাংলা গানে এবং শতাধিক বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
"