বিনোদন প্রতিবেদক
ইত্যাদি শেরপুর পর্ব, আজ পুনঃপ্রচার
দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছিল প্রকৃতির অপরূপ লীলাভূমি সীমান্ত কন্যা শেরপুরে। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর।
এবারের অনুষ্ঠানে শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতি এবং পান্থ কানাই একটি ভিন্নরকম লোকসংগীত পরিবেশন করেছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। এ ছাড়া শেরপুরকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন শেরপুরেরই স্থানীয় শতাধিক বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন কমল কান্তি পাল, কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। দুটো গানেরই সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান শেরপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে বিভিন্ন সম্প্রদায়ের ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন বৃহত্তর ময়মনসিংহের জনপ্রিয় সংগীত শিল্পী অনিমেষ রায়। ইত্যাদির এবারের পর্বে রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। শেরপুর জেলার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। শেরপুরের বিভিন্ন দর্শনীয়, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ও প্রত্নসম্পদের ওপর প্রতিবেদন ছাড়াও এখানকার জিআই পণ্য তুলসীমালা চাল ও ধান গবেষক চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজংয়ের ‘সেন্টু ধান’ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। সহিদুল ইসলামের দুর্লভ সংগ্রহের ওপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ বিষয়েই ইত্যাদির এবারের পর্বে রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন।
সবশেষে বন্যার্তদের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকারের কাছে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক সুন্দর আগামীর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে আন্দোলনে ও বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে শেষ করা হয় ইত্যাদির শেরপুর পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
"