বিনোদন প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

হঠাৎ দেখা ইয়াশ-লাবণ্যর

হঠাৎ দেখা হলো এই প্রজন্মের অভিনেতা ইয়াশ রোহান ও সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্যর। গেল ৯ সেপ্টেম্বর মাছরাঙা টিভির নিয়মিত আয়োজন বিনোদন সারা দিনে অংশ নিতে গিয়েছিলেন ইয়াশ রোহান। সেখানে একই চ্যানেলের ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানের উপস্থাপনায় অংশ নিতে গিয়েছিলেন লাবণ্য। সেখানেই দেখা হয় তাদের সঙ্গে। সেদিন নানা গল্পে কেটে যায় অনেকটা সময়।

বাংলাদেশের নাট্যাঙ্গনের তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান ইয়াশ রোহান। একটু একটু করে নিজের মেধা ও শ্রম দিয়ে অভিনয়ের দুনিয়ায় ইয়াশ নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন। যে কারণে প্রযোজক-পরিচালকের তাকে নিয়ে কাজ করার প্রবল আগ্রহ। এদিকে ইয়াসমিন লাবণ্য, অপেক্ষায় আছেন তার নতুন গান ‘চাইনা হৃদয় ভেঙে যাক’ প্রকাশ নিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close