বিনোদন ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

১ রুপি পারিশ্রমিকে সিনেমা করেছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানকে মূলত কমার্শিয়াল সিনেমা করতেই বেশি দেখা যায়। তবে ভাইজান তার দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু সিনেমা করেছেন, যা বক্স অফিসে সফল না হলেও দর্শক হৃদয়ে দাগ কেটেছে। এমন একটি সিনেমা হচ্ছে ‘ফের মিলেঙ্গে’। যেখানে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে সালমান খান শিল্পা শেঠির সঙ্গে ‘ফের মিলেঙ্গে’ সিনেমায় কাজ করেছিলেন। সালমান এ সিনেমাটির জন্য ১ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এতে সালমান এইচআইভি এইডস আক্রান্ত একজন রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন।

সম্প্রতি ‘ফের মিলেঙ্গে’ সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। এ সময় তিনি জানান, কীভাবে সালমান বলতে গেলে বিনামূল্যে এইচআইভি এইডস নিয়ে সিনেমা করেছিলেন, যখন পুরো বলিউড কেউ কাজ করতে রাজি হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close