বিনোদন প্রতিবেদক
শেখ সাদী-ফাহমিদা-মুক্তি এক ফ্রেমে
বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে প্রচারের জন্য শেখ সাদী খানের সুরে একটি আধুনিক গান গেয়েছেন অনুপমা মুক্তি। ‘আমি এনে দিতে বলিনি তো চাঁদ’- এমন কথায় এটি লিখেছেন বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিক উজ জামান। গানটির রেকর্ডিং শেষে বেতারে শেখ সাদী খানের সঙ্গেই দেখা করতে আসেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গল্প, আড্ডায় মেতে ওঠেন শেখ সাদী খান, ফাহমিদা নবী ও অনুপমা মুক্তি।
নিজের সুর করা নতুন গানটি প্রসঙ্গে শেখ সাদী খান বলেন, ‘আহা, কী যে সুন্দর গানের কথা। গানের কথা পড়লেই তো মন জুড়িয়ে যায়। চেষ্টা করেছি সব সময়ের মতো সুন্দর সুর করতে যেন শ্রোতাদের ভালো লাগে। মুক্তিও বেশ ভালোভাবে গানটি গাইবার চেষ্টা করেছে। একজন শিল্পীর সব সময়ই উচিত গানকে আত্মস্থ করা। গানের কথা ও সুরের মধ্যে নাটকীয় যে ব্যাপারটি থাকে তা যদি একজন শিল্পী নিজের কণ্ঠের মাধ্যমে তুলে ধরতে পারে, তবেই গানটি সুন্দর হয়, শ্রোতাদের সেই গান শোনার আগ্রহ থাকে।’
অনুপমা মুক্তি বলেন, ‘শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের সুরে গান গাইতে পারা সব সময় শিল্পীদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এই গানটির সঙ্গে দুজন কিংবদন্তি সম্পৃক্ত, একজন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যার, আরেকজন শেখ সাদী খান স্যার। যে কারণে গানটির প্রতি আমার পরম ভালো লাগা।’
এদিকে মুক্তি সর্বশেষ যমুনা টিভিতে উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ছুটির রাতে লাইভ’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
"