বিনোদন প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিটিভির নাটকে দীপা

দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনেক নাটকে অভিনয় করেছেন দীপা। বলা যায়, অভিনেত্রী হিসেবে তার আজ যে অবস্থান তার নেপথ্যে বিটিভির একটা বড় ভূমিকা রয়েছে। যে কারণে বিটিভি থেকে কাজের প্রস্তাব এলে দীপা তা বেশ আগ্রহ নিয়েই করার চেষ্টা করেন। এরই মধ্যে দীপা খন্দকার বিটিভিরই প্রযোজনায় নাসরীন মুস্তাফা রচিত এক পর্বের সাপ্তাহিক নাটক ‘ঘর’-এ অভিনয় করেছেন। যার দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানালেন এই অভিনেত্রী। তিনি জানান, এতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।

দীপা খন্দকার বলেন, ‘নাটকটির গল্প একটি বাচ্চাকে ঘিরে। জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক ঘর। নাট্যকার চমৎকার একটি গল্প রচনা করেছেন। যে কারণে কাজটি করেও ভালো লেগেছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এদিকে দীপা খন্দকার জানান, আগামী ১৬ সেপ্টেম্বর জাহিদ প্রীতমের নির্দেশনায় একটি ওয়েবের কাজ করার কথা রয়েছে।

এদিকে দীপা কোরবানির ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিংয়ের কাজ শেষ করলেন। এ ছাড়া হৈচৈতে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’। দীপ্ত প্লের জন্য শেষ করেছেন ‘হাইড অ্যান্ড সিক’ নাটকের কাজ। গেল কোরবানির ঈদে দীপা খন্দকারকে ছোটকাকু সিরিজে এবং ভূতের নাটক অনিমেষ আইচের ‘পিছনে তাকাবেন না’তে অভিনয়ে দেখা গেছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্কওয়ার্ল্ড’ সিনেমায় সর্বশেষ অভিনয়ে দেখা গেছে দীপা খন্দকারকে। দীপা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলোরে’, ‘পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, ‘জিন টু’। মুক্তির অপেক্ষায় আছে শহীদ রায়হানের ‘মনোলোক’। এরই মধ্যে দীপা সনি রহমানের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের সয়াবিন তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close