বিনোদন প্রতিবেদক
বাংলাভিশনে নতুন ধারাবাহিক ‘কমন প্রবলেম’
ঢাকার একটি অ্যাপার্টমেন্টের সমিতি। সেই সমিতির নির্বাচন নিয়ে কী হতে পারে, সেটি নিয়েই নির্মিত হয়েছে নাটক। নাটকে ঠাঁই পেয়েছে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মাঝে ঘটে যাওয়া নানা মজার ঘটনা। নাটকটির নাম ‘কমন প্রবলেম’।
আজ রবিবার থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটকটি। আহসান আলমগীরের রচনা ও তপু খানের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ৩০ মিনিটে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, নাইমা আলম মাহা, শ্রেয়শী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, আরফান মৃধা শিবলুসহ অনেকে। গল্প প্রসঙ্গে জানা যায়, ঢাকার একটি অ্যাপার্টমেন্টে বিভিন্ন মানসিকতার মানুষ বসবাস করে। কেউ ফ্ল্যাট কিনে বসবাস করেন, আবার কেউ ভাড়া থাকেন। এই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সেবার জন্য রয়েছে একটি কমিটি। আর সেই কমিটির নির্বাচনের নানা প্রসঙ্গ নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিক।
"