বিনোদন প্রতিবেদক

  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

‘একটি খোলা জানালা’য় ভিন্নরূপে নাদিয়া

সালহা খানম নাদিয়া। বছরজুড়ে ছোট পর্দার নাটক-টেলিছবিতে তার সরব উপস্থিতি থাকে। মাঝে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে ওটিটিতে আলো ছড়ান এই অভিনেত্রী। এবার ‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্যে নাদিয়া ধরা দিলেন একেবারে ভিন্নরূপে। এমন গেটআপে দর্শক তাকে আগে কখনোই দেখতে পাননি। বেশ বিরতির পর চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ১৮ জুলাই এটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছবিটি মুক্তি পিছিয়ে দেয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। অবশেষে মুক্তি পেল নাদিয়া অভিনীত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এ ছবিতে নার্সের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় রয়েছেন আরেক তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুজনের চরিত্রই নার্সের। গল্পে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? কেন করছে? কেশবগঞ্জ মানসিক হাসপাতালে কাজ করেন তারা। সে হাসপাতালকে ঘিরে গল্প। নাদিয়া বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে নির্মাতা ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এর আগেও অভিনয় করেছি। তার সঙ্গে কাজের রসায়নই অন্যরকম। এ তরুণ নির্মাতার নির্মাণ মানেই অসাধারণ কিছু। তার অন্যান্য নাটক-সিরিজের মতো এই নির্মাণেও রয়েছে রহস্য-রোমাঞ্চের উপস্থিতি। আমার চরিত্রটি সম্পর্কে এর আগেই আঁচ করতে পেরেছেন দর্শক। চলচ্চিত্রে আমার চরিত্রটি একজন সেবিকার। চরিত্রটি নিয়ে বিস্তারিত আর বলতে চাই না। আমি চাই, দর্শক কাজটি পর্দায়ই দেখুক। নতুন এ স্বল্পদৈর্ঘ্যটি ছাড়াও এই মুহূর্তে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নাদিয়া। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। হাতে রয়েছে শিব রাম শর্মা পরিচালিত কলকাতার সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’। শিগগিরই এর পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close