বিনোদন প্রতিবেদক

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

জোভান-তটিনীর ‘হঠাৎ ভালোবাসা’

গল্পটা প্রেমের। নব্বইয়ের দশকের প্রেমকে নতুন মোড়কে নিয়ে এসেছেন নির্মাতা ইমরাউল রাফাত। নাম দিয়েছেন ‘হঠাৎ ভালোবাসা’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী।

আরো অভিনয় করেছেন মনিয়া মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

ইমরাউল রাফাত জানান, সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি। তিনি বললেন, ‘অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়।

একটি থাই মুভি ও ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্য রকম ফিল পাবেন।’

পরিচালক বলেন, ‘শুটিং করেছিলাম কয়েক মাস আগে। জুলাইয়ে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় মুক্তি পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করছি, দর্শকরা অনুপ্রাণিত হবেন।’ এমডি কামরুজ্জামানের প্রযোজনায় গতকাল বৃহস্পতিবার কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হঠাৎ ভালোবাসা’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close