বিনোদন প্রতিবেদক

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

‘শিল্পীরা রাজনীতির বাইরে থাকাটাই ভালো’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের জগতে তার যাত্রা শুরু। এরপর থেকে নিয়মিত অডিও, প্লে-ব্যাক ও স্টেজে গান করে যাচ্ছেন মুহিন। বর্তমান ব্যস্ততা নিয়ে এ গায়ক বলেন, বেশ কিছু কাজ চলমান। দুই বছর ধরে আমার ৫০টি গানের প্রজেক্টের কাজ চলছে। আশা করছি, এ বছরেই রিলিজ হবে। বিগত সরকারের সময়ে বেশ কজন শিল্পীকে কালো তালিকাভুক্ত করা হয়। আপনিও সে সময় বঞ্চিত হয়েছেন। সে সময়টা কেমন ছিল? মুহিন খান বলেন, ‘কালো তালিকা বলতে আসলে কিছু নেই। এটা মানুষেরই বানানো একটা তালিকা। যারা এসব কাজে জড়িত ছিলেন, তারাই ভালো বলতে পারবেন, কেন শিল্পীদের সঙ্গে দলীয় ট্যাগযুক্ত করেছেন। তাদের দ্বারা অনেক শিল্পী নির্যাতিত হয়েছেন। আমি দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই। শিল্পীরা বাঁচবে তার সত্তা নিয়ে, তার গান এবং শিল্পকর্ম নিয়ে। সব সময় এ বিষয়টিই আমার চিন্তাভাবনায় ছিল। শিল্পীরা যেন কোথাও নির্যাতিত না হন, সেটা নিয়েই কাজ করছি। অনেক তারকাই রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু কিছু কিছু তারকার বিরুদ্ধে এর অপব্যবহারের অভিযোগ রয়েছে। মুহিন বলেন, রাজনৈতিক মতাদর্শ একজনের ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলেই রাজনীতি করতে পারে। তবে আমার মতে, শিল্পীরা রাজনীতির বাইরে থাকাটাই ভালো। এতে তাদের কাজটা গুরুত্ব পায়। আমরা চাই না শিল্পীরা তাদের দল ভাগ করে, দেশ ভাগ করে কোনো কিছু করুক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close