বিনোদন প্রতিবেদক

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

নার্গিসের চরিত্রে স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরই মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার একেবারে ভিন্নরূপে পর্দায় আসছেন তিনি। জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক সিনেমা নির্মিত হতে যাচ্ছে। এতে কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে।

এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’

‘কাজী নজরুল ইসলাম’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আব্দুল আলিম। এতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং সংগীত পরিচালনা করবেন জয় সরকার। নজরুলের দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর ভূমিকায় অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী ইশা সাহা। বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল।

এই ছবিতে তাই রাখা হচ্ছে দুই বাংলার অভিনয়শিল্পী। নির্মাতা আব্দুল আলিম জানান, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি শুধু অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে ছবির শুটিং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close